সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মোনাজাত

নিউজ হাঁট ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজা প্রাপ্ত খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার ( ১৪ আগস্ট) সকালে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হয়নি।

এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বন্য পরিস্থিতি উন্নতি হয়েছে এছাড়া সকল বন্যার্তদের মাঝে সরকার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাভার পৌরসভা মেয়র সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাভার পৌরসভা প্যানেল মেয়র ও নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ চেীধুরী, চার নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, নয় নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু, সাভার পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

 

সাভার

১৫.০৮.২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *