র‌্যাব-৪ এর অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য আটক, প্রতারনায় শিকার ৪২জন উদ্ধার।।

র‌্যাব-৪ এর অভিযানে
প্রতারক চক্রের ৭ সদস্য আটক, প্রতারনায় শিকার ৪২জন উদ্ধার।।

নিউজ হাঁট ডেস্ক :

অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি চৌকস দল। এ সময় প্রতারনায় শিকার ৪২জনকে উদ্ধার করেছে। বুধবার বিকেলে গাজীপুর জেলার কাশেমপুর থানাধীন জিরানী বাজার এলাকার গোলাম নবী সুপার মার্কেটের ২য় তলায় মেট লাইফ লিমেটেড নামক একটি কোম্পানীর কার্যালয়ে অভিযান পরিচালনা চালিয়ে ওই প্রতারকদের আটক করে।

র‌্যাব-৪ জানায়, মেট লাইফ লিমেটেড নামক কোম্পানীটি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবৎ টাকা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় গোলাম নবী সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করে।

আটককৃতরা হলো- নিলফামারী জেলার সৈয়দপুর থানার কিসামত ডাঙ্গী গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো: হাসান, পিরোজপুর জেলার সরুপকাঠী থানার কামার কাঠী গ্রামের অরুন দাসের ছেলে নীল রতন দাস, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার সিতাইকুন্ড গ্রামের মাসুম ফকিরের ছেলে মেহেদী হাসান, রংপুর জেলার পিরগাছা থানার পূর্ব খামার গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে ফাহিম আহম্মেদ, নিলফামারী জেলার নিলফামারী সদর থানার চরচড়া বাড়ী গ্রামের নইফুল ইসলামের ছেলে মোঃ আঃ রাজ্জাক, গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানার রাতইল গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন, রংপুর জেলার গঙ্গাচালা থানার আরাজিনিয়ামত গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মোঃ নুর ইসলাম @ স্বপন।

এ সময় ০৩ টি সিপিইউ, ০৫টি কম্পিউটার মনিটর, ০২ টি মাউচ, ০৩ টি কি-বোর্ড, ০৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার,০১ সীল,২০টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম, ০২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়। এসময় উক্ত কোম্পানীর প্রতারনায় শিকার ৪২ জনকে উদ্ধার করা হয়।
র‌্যাব-৪ আরো জানায়, প্রতারক চক্রটি ভোক্তভোগীদের কাছ থেকে ১৭,০০,০০০/- (সতের লক্ষ) টাকার অধিক আত্মসাৎ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *