সাভার  উপজেলার পাথালিয়ায় হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি

সাভার  উপজেলার পাথালিয়ায় হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি

নিউজ হাঁট ডেস্ক:

সাভারের পাথালিয়া ইউনিয়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ০৯ মে ২০২১) সকালে স্বয়ংক্রিয় কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: পারভেজ দেওয়ান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ প্রমুখ।

স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে একইসঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে ব্যবহার করা হয় এই কম্বাইন হারভেস্টার মেশিন। একইভাবে গমও কাটা থেকে শুরু করে বস্তাবন্দি করা যায় এ মেশিন দিয়ে।

সাভার

০৯.০৫.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *