সাভারে সেনাবাহিনী নিজেদের রেশন তুলে দিলেন অসহায় দুস্থদের মাঝে 

সাভারে সেনাবাহিনী নিজেদের রেশন তুলে দিলেন অসহায় দুস্থদের মাঝে 

নিউজ হাঁট ডেস্ক :

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাভারের আশুলিয়ায় নিজেদের রেশনের খাদ্য সামগ্রী দুস্থ মানুষের মধ্যে বিতরণ করলেন সেনাবাহিনী।

সোমবার  (২০ এপ্রিল )   দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায়  শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন তারা। ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি মসুরের ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন, ৫০০ গ্রাম লবণ ও ১টি করে হাত ধোয়ার সাবান।মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন একত্রিত করে এই ত্রাণ দেওয়া হয়েছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দেয়া হচ্ছে।েএ সময় তিনি আরও বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাভার

২০.০৪.২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *