সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক

সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন করলেন

কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক

নিউজ হাঁট ডেস্ক :

মাশরুম নিয়ে গবেষণা, বাজারজাতকরণসহ বেশ কিছু কর্মসূচির উদ্যোগ নেয়ার পাশাপাশি তা বাস্তবায়িত হবার পরও এই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তা যথাযথ জনপ্রিয় করা যাইনি বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।

রবিবার ( ০৬ জুন ২০২১) সকালে সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী সারা পৃথিবীতেই মাশরুমের চাহিদা অনেক বেশী জানিয়ে বলেন, এই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটকে কিভাবে সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ব্যাপকভাবে মাশরুমের চাষ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। মাশরুম চাষের বিরাট সম্ভাবনা রয়েছে বাংলাদেশে।বাংলাদেশে ব্যাপকভাবে মাশরুম চাষ সম্ভব। যা দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

মন্ত্রীর সাথে এসময়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপিসহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সাভার

০৬.০৬.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *