করোনা পরিস্থিতিতে সাভারে অসহায় মানুষের পাশে দাড়ালেন ইয়াংস্টার ক্লাব

সাভারে অসহায় মানুষের পাশে ইয়াংস্টার ক্লাব

নিউজ হাঁট ডেস্ক :

করোনা পরিস্থিতিতে  লক ডাউনের কারণে কর্মহীন ও বেকার হয়ে পড়া অসহায় দরিদ্র ২’হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ করেছে সাভারের জয়নাবাড়ী ইয়ংস্টার ক্লাব ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সামাজিক সংগঠন জয়নাবাড়ী ইয়ংস্টার ক্লাব এর উদ্যোগে সমাজের হত দরিদ্র এসব পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমন রোধে এ সময় জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাবস বিতরণ এবং এলাকার বিভিন্ন সড়কে জীবনুনাশক ওষুধ স্প্রে করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংগঠনটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক বলেন, সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের কথা বিবেচনায় এনে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।এছাড়াও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আজকের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাভার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *