সাভারে স্বরসতী পূজায় ঘুরতে এসে
ছিনতাইকারীর ছুড়িকাঘাতে গুরুতর আহত আকাশ
নিউজ হাঁট ডেস্ক:
সাভারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় আকাশ হোসেন (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। তার সারা শরীরে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনের গলিতে এ ঘটনা ঘটে।
আহত আকাশ সাভারের আড়াপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদেকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধুকে নিয়ে আকাশ স্বরসতী পূজা দেখতে দক্ষিণপাড়া গার্লস স্কুল এলাকায় যায়। এসময় গলির মধ্যে কয়েকজন যুবক তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে আকাশ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল বলেন, এখনো এমন কোনো ঘটনার অভিযোগ পায়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখছি।
স্থানীয়দের অভিযোগ, নীলা হত্যাকান্ডের পর পুলিশের নজরদারির কারণে এতোদিন ওই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও মাস খানেক ধরে বখাটে ও ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। গেল একমাসে গলিতে বেশকিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের কবলে পড়ে ৪ জন আহত হয়েছেন।
সাভার
০৬.০২.২০২২