সাভারে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ
নিউজ হাঁট ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারী ২০২১) দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে এ ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৯ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম এ সময় স্বাস্থ্য বিধি মেনে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র তুলে দেন।আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স, আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সাভার
২১.০১.২০২১