সাভারে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করবে র‌্যাব .. অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক

সাভারে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করবে র‌্যাব

                                                      অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক

নিউজ হাঁট ডেস্ক :

করোনা সংক্রমন রোধে  শ্রমিকদের ঘরমুখী রাখতে এবং সড়ক-মহাসড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও পথচারী চলাচল নিয়ন্ত্রণ সহ নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখতে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম ।

রবিবার দুপুরে ( ৫ এপ্রিল ) ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাস্ট্যান্ড এলাকায় টহল পরিদর্শনে এসে এসব বলেন তিনি।
এসময় র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মানুষকে ঘরমুখো রাখতে পুলিশ, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনী পাশাপাশি র‌্যাব-৪ এর সদস্যরা কাজ করবে।

সাভার মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় এ সময় মহাসড়কে চলামান মটরসাইকেল, প্রাইভেটকার ও পিকঅ্যাপ-ভ্যান চালকদের মধ্যে যেসব চালক বিনা কারণে কিংবা যোক্তিক কারণ ব্যতিত বের হয়েছেন এবং নিষেধাজ্ঞা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে মটর আইনে মামলা করবার নির্দেশ দেন এবং অন্যদের খুব বেশী প্রয়োজন না হলে ঘরে থাকবার অনুরোধ জানান।

এ সময়  শতাধিক অসহায় ও দরিদ্র সাধারণ জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাব-৪ এর কমান্ডিং অফিসার ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম।এসময় র‌্যাব-৪ এর মিরপুর ও সাভার ক্যাম্পের দায়িত্বরত অফিসার ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *