সাভারে লায়ন্স ক্লাব এর উদ্যোগে
স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নিউজ হাঁট ডেস্ক :
সরকারি নির্দেশনা মোকাবেক স্কুল খোলার প্রথম দিনে সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব।
রবিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য বিধি মেনে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান ইঞ্জিনিয়ার এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ এর যৌথ উদ্যোগে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণপাড়া “সাভার মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর সেক্রেটারি লায়ন মো: হারুন অর রশিদ গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ইউসুফ হারুন, সাভার মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম ও সাভার মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সুবীর সাহা মনা।
অন্যান্যদের মধ্যে এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সাভার
১২.০৯.২০২১