সাভারে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ হাঁট ডেস্ক :
“মাদক পরিহার করুন, সুস্থ জীবন গড়ুন” প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে সাভারে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সাভার মডেল থানা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানা অফিসার ইন-চার্জ (ওসি) এ এফ এম সায়েদ।
বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সাভার মডেল থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় মাদক প্রতিরোধে করণীয় বিষয়ের নিয়ে স্ব স্ব অভিমত তুলে ধরেন বক্তারা। এ সময় সমাজের ৯০ শতাংশ অপরাধ মাদকের কারনে সংগঠিত হচ্ছে এবং তাই সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ঐক্যমত পোষন করা হয় করবার অভিমত জানান বক্তারা।
মডেল থানা অফিসার ইন-চার্জ (ওসি) এএফএম সায়েদ মত বিনিময় সভায় নিজ বক্তব্যে মাদক নিয়ন্ত্রনে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহবান জানিয়ে বলেন, মাদক দ্রব্যে কে নিয়ন্ত্রন করতে হলে পরিবার, জন-প্রতিনিধি, রাজনৈতিক নেতা, বাড়ির মালিক, ভাড়াটিয়া, উকিল সহ প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সচেতনতা বাড়াতে হবে, মাদকের কুফল তুলে ধরতে হবে উঠতি বয়সীদের মাঝে। এ সময় সাভারকে মাদক মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জাকারিয়া হোসেন, পরিদর্শক (ইন্টিলিজেন্ট) মাসুদুর রহমান, সাংবাদিক নজমুল হুদা শাহীন, আওয়ামীলীগ নেত্রী মাহবুবা পারভীন, প্রিন্সিপাল এস এম শামীম হোসেন, এস আই আলমগীর হোসেন, এস আই আব্দুল হামিদ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী শিরিন আক্তার, হাজী আবদুল আজিজ ।
সাভার
২৮.১১.১৯