সাভারে বাল্য বিয়ে বন্ধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরএইচ স্টেপ এর আয়োজনে

সাভারে বাল্য বিয়ে বন্ধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নিউজ হাঁট ডেস্ক :

বাল্য বিয়ে বন্ধ করি, সামাজিক দায়িত্ব পালন করি ”এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সাভারে বাল্য বিয়ে বন্ধে করণীয় বিষয়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা আরএইচ ষ্টেপ সাভার থানা রোড়স্থ একটি চাইনিজ রেস্তোরা মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন।মতবিনিময় সভায় সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, অভিভাবক ও বাল্যবিবাহ বন্ধে ভলেন্টিয়ার হিসেবে নিয়োজিত ক’জন কিশোর কিশোরী উপস্থিতি ছিলেন।মতবিনিময় সভায় সঞ্চালক হিসেবে ছিলেন আরএইচ স্টেপ এর হ্যালো আই এ্যাম প্রকল্প কর্মকর্তা প্রসেনজিত দাস।

মতবিনিময় সভায় এসময় মাঠ পর্যায়ে ভলেন্টিয়ার হিসেবে নিয়োজিত পাপিয়া সরকার নামের এক তরুণী কিভাবে নিজেকে বাল্য বিয়ে থেকে রক্ষা করেছেন তুলে ধরেন।

সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ চক্রর্বতী, বাংলাভিশন টিভির সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীন, আরটিভির স্টাফ রিপোর্টার ( সাভার )  জিয়াউর রহমান জিয়া, এসএ টিভির সাভার প্রতিনিধি রুপোকুর রহমান, এশিয়ান টিভির সাভার প্রতিনিধি ফাহাদ ই আজম, দ্যা ডেইলি স্টারের সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ, দৈনিক আমাদের নতুন সময়ের ইমদাদুল হক ও দৈনিক ফুলকির হাসানুর ইসলাম সুজন সহ উপস্থিত ছিলেন, হ্যালো আই এ্যাম প্রকল্পের সহযোগী শাকীল আকতার মারুফ, শরীফুর রহমান , শামসুন্নাহার ও ভলেনটিয়ার সজিব মিয়া, মিতু আক্তার, সাব্বির হোসাইন।

আরএইচ স্টেপ এর হ্যালো আই এ্যাম প্রকল্পের মাধ্যমে সাভারে ২৭টি বাল্যবিয়ে বন্ধ করেছেন এবং এ ছাড়াও প্রায় ১৬ হাজার জনসাধারণকে বাল্য বিয়ে না করার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান।

সাভার

২৮.০৭.২০২০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *