সাভারে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ফোকা)’র ত্রি-বাষিক নির্বাচনে বিনা-প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন মোঃ জাহাঙ্গীর আলম জিতু
নিউজ হাঁট ডেস্ক :
সাভারে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ফোকা)-র ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে বেশ রমরমে পরিবেশ বিরাজ করছে।
এ দিন মূলত সাভার উপজেলার ১২টি ইউনিয়ন তথা সাভার ও আশুলিয়া থানার ১১২৮টি কিন্ডারগার্টেন স্কুলের নেতৃত্বদানকারী ২০টি এসোসিয়েশনের মনোনিত ৮০জন প্রতিনিধি নিয়ে গঠিত ফেডারেশন অব কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যান ও মহাসচিব সহ মোট ২০ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হবে। যারা আগামী দিনে ফেডারেশনের ২০টি এসোসিশেয়ন তথা সাভার উপজেলার ১২টি ইউনিয়নে ১১২৮টি কিন্ডারগার্টেন স্কুলকে নিয়ন্ত্রণ করবেন।
ফেডারেশনের পক্ষ থেকে জানা গেছে, ২০টি এসোসিয়েশনের প্রতিটি এসোসিয়েশনের মনোনিত ৪ জন প্রতিনিধি করে মোট ৮০ জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়েছে সাভার ফেডারেশন অব কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন (ফোকা)। আসন্ন ২৫ তারিখের নির্বাচনে ফেডারেশনের নির্ধারিত ৮০সদস্য ভোট দিয়ে ফেডারেশনের ২০সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। নির্বাচিত কমিটি আগামী ৩ বছর ফেডারেশনের দায়িত্ব পালন করবেন।
রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) বিকেলে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় কলেজেক্স ভবনে অবস্থিত ফেডারেশনের নির্বাচনী কার্যালয়ে নির্বাচনের মনোনায়ন পত্র জমাদানের শেষ দিনে মোট ২০টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: রফিকুল ইসলাম এর নিকট মনোনায়ন পত্র জমা দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
মনোনায়নপত্র জমাদানের শেষ দিন এ.এম.জে শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জিতুই একমাত্র প্রার্থী হিসেবে ফেডারেশনের চেয়ারম্যান পদের মনোনায়ন পত্র জমা দান করেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: রফিকুল ইসলাম ।
ফেডারেশনের চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র জমা দেওয়ায় নির্বাচনের পূর্বেই ধরে নেয়া যেতে পারে এ.এম.জে শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জিতুই আগামী দিনে সাভারের ১১২৮টি কিন্ডারগার্টেন স্কুল এর নেতৃত্বদানকারী ২০ এসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংগঠন ফেডারেশন অব কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন (ফোকা)’র চেয়ারম্যান হতে যাচ্ছেন।
ফেডারেশন অব কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন (ফোকা)’র ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদটিতে এ.এম.জে শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জিতু’র বিপরীতে কেউ প্রার্থী না হয়ে তাকে বিনা-প্রতিদ্বন্ধিতায় ফেডারেশনের চেয়ারম্যান হবার সুযোগ করে দেওয়ায় তাৎক্ষনিক প্রতিক্রীয়ায় তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।
এসময় ফেডারেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ জাহাঙ্গীর আলম জিতু বলেন, তার উপর অর্পিত দায়িত্ব তিনি সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে বদ্ধ পরিকর। আগামী দিনে সাভারের কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার পরিবেশ, স্কুলগুলোর লেখাপড়ার মানোন্নয়ন, শিক্ষকদের জন্য ট্রেনিং ও তাদের সুযোগ-সুবিধা প্রতি বিশেষ সুনজর রাখবেন। আর এ কাজে তিনি সকলের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া মহাসচিব পদে আল হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সফিকুল ইসলাম এর বিপরীতেও কোন প্রার্থী মনোনায়ন পত্র দাখিল না করায় তিনিও বিনা-প্রতিদ্বন্ধিতায় ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাভার
১৩.০৯.২০২১