সাভারে নানা আয়োজনে শিক্ষক দিবস উদযাপন
নিউজ হাঁট ডেস্ক :
বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে কিন্ডারগার্টেন স্কুলসমূহের নেতৃত্বদানকারী সংগঠন ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২১।
মঙ্গলবার ( ৫ অক্টোবর ) আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে সাভার উপজেলা চত্তরে দিবসটি পালন করেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার।
দিবসটি উদযাপন কমিটির আহবায়ক ফোকা’র ভাইস চেয়ারম্যান মো: লুৎফর রহমান খানের নেতৃত্বে দিনের শুরুতে সকালে সাভার পৌর এলাকার সাভার প্রেসক্লাব সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক অতিক্রম করে সাভার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালি শেষে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন চেয়্যারম্যান মো: জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার, উপজেলা সমাজকল্যাণ অফিসার মোহাম্মদ শিবলিজামান, জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: সালাউদ্দিন খান নঈম, ফেডারেশনের প্রধান নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ডা: মো: হাসান আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আলাউদ্দিন আল-আজাদ, ভাইস চেয়ারম্যান মো: লুৎফর রহমান খান, মনির হোসেন, মহাসচিব মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল শিক্ষকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে মানবিক গুণসম্পন্ন দক্ষ ও যোগ্য শিক্ষকের প্রতি গুরুত্বারোপ করেন।
সাভার
০৬.১০.২০২১