“সাভারে দূর্ণীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত”

সাভারে দূর্ণীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।।

নিউজ হাঁট ডেস্ক :

“দেশ প্রেমের শপথ নিন, দূর্ণীতিকে বিদায় দিন”- এ শ্লোগানকে সামনে রেখে দূর্ণীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে  সরকারী সাভার অধর চন্দ্র  উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে  বিদ্যালয়ের আয়োজনে এবং সাভার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্ণীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষনা) সারোয়ার মাহমুদ। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সততা স্টোরের উদ্ধোধন করা হয়।

এ সময়  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে দূর্ণীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষনা) সারোয়ার মাহমুদ বলেন, কমিশনের সকল কর্মকাণ্ডে অন্তভূক্তি মূলক মনোভাব থাকতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ না হয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা পরিহাস মাত্র। দেশের একটি মানুষকেও হয়রানি করার অধিকার দুদকের নেই। আমরা একটি মানুষকেও হয়রানি হতে দেব না। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু কার্যক্রম আমরা গ্রহণ করেছি। কারো বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘরে-বাইরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। এ যুগ হচ্ছে স্বচ্ছতার যুগ, আমাদের মনে রাখতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সব তথ্যই এখন মানুষের হাতের মুঠোয়।

নিজ বক্তব্যে সাভার উপজেলা দূপ্রকের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম বলেন, দূর্নীতিবাজদের ন্যূনতম প্রশ্রয় না দিয়ে, সুচারুরূপে স্ব-স্ব দায়িত্ব পালন করি। দুর্নীতির করাল গ্রাস থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করি। আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করি। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলা বিনির্মাণে ভূমিকা না রাখি, তা হলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা যা করেছি এবার নিজেকে জিজ্ঞাসা করুন।আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে। নিজেকে নিজেই আবিষ্কার করুন। নিজের মানসিকতা নিজেকেই পরিবর্তন করতে হয়। আইন করা হয় তা মান্য করার জন্য, এনফোর্সমেন্ট হয়তো তা মান্য করতে সাহায্য করে।

এ সময় আলোচনা সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সেমিনার, কর্মশালা, জাতীয় দিবস, বার্ষিক প্রতিযোগীতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণের মাধ্যমে এবং সম্প্রতি সময়ে নীতি-নৈতিকতা, আদর্শ ও দক্ষতা চর্চায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতা বিহীন সততা স্টোর স্থাপন করে সততা চর্চা করছেন।

আলোচনা সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তরুন এ শিক্ষার্থীরা যেন তাদের কর্মজীবনে দূর্ণীতিমুক্ত থেকে দেশকে প্রকৃত সোনার বাংলা গঠন করতে পারে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে দূর্ণীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক আক্তার হোসেন, উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম, ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজীর আহম্মেদ, সাভার অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *