সাভারে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিউজ হাঁট ডেস্ক :
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (০৪ জানুয়ারী) দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি রং বেরংয়ের বেলুন, ফেস্টুন, ব্যানার, দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপলজেলা হলরুমে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সাভারেরে তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সাভার