সাভারে চামড়া গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু বৃক্ষ কর্ণার ও বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন
নিউজ হাঁট ডেস্ক :
মুজিব বর্ষ উপলক্ষে সাভারের চামড়া গবেষণা ইনস্টিটিউটে (বিসিএসআইআর) শুভ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধু বৃক্ষ কর্নার।
সোমবার ( ২৩ আগস্ট) দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু বৃক্ষ কর্নার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। পরে সেখানে বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বিসিএসআইআর ইতিমধ্যেই ঢাকা ও ঢাকার বাহিরেও অন্যান্য গবেষণাগারে বঙ্গবন্ধু বৃক্ষ কর্নার ও বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ চামড়া গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধু বৃক্ষ কর্নার ও বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বর্ননা তুলে ধরে উপস্থিত সবাইকে ১৫ আগস্টের আত্মত্যাগের বিভিন্ন পেক্ষাপট স্মরণ করিয়ে দেন। সেই সাথে বঙ্গবন্ধুর রক্তের ঋন পরিশোধে সবাইকে যার যার অবস্থান থেকে সঠিকভাবে ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এ সময় তিনি বলেন, এখানে চামড়ার গুণগত মান রক্ষায় একটি ল্যাবরেটরি করা হয়েছে। সেখানে চামড়ার গবেষণা করা হবে সেই সাথে দেশের বাহিরেও এই গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এ সময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য জাকির হোসেন, অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য শওকত আলী, বিসিএসআইআর এর সচিব শাহ আব্দুর তারেক, চামড়া গবেষণা ইনস্টিটিউট এর অতিরিক্ত পরিচালক ড. সাহানা পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
সাভার
২২.০৮.২০২১