সাভারে ক্লাব-৯৩ এর পক্ষ থেকে করোনা সংক্রমন রোধক উপকরণ বিতরণ
নিউজ হাঁট ডেস্ক :
করোনা ভাইরাস এর সংক্রমন রোধে সাভার “ক্লাব- ৯৩” পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যাক্সিসল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ শে মার্চ) বিকেলে সাভার পৌর-এলাকার বঙ্গবন্ধু চত্বর, সাভার সাব-রেজেস্ট্রি অফিস ও নামাবাজার এলাকায় ক্লাব- ৯৩ নামক সংগঠনের সদস্যরা করোনা ভাইরাস এর সংক্রমন রোধক এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহিন, ক্লাব সদস্য এ্যাডভোকেট মিরাজ মিয়া সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে এ সময় করোনা ভাইরাস এর বিষয়ে জনসাধারণকে সর্তক থাকার আহবান জানানোর পাশাপাশি সরকার ঘোষিত যে কোন নিয়মকানুনন মেনে চলার কথা বলেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহিন এসময় স্ব স্ব অবস্থান থেকে সর্তক থেকে করোনা ভাইরাস এর সংক্রমন রোধে সকলকে কাজ করবার অনুরোধ জানান। করোনা সংক্রমন রোধক এসব উপকরণ আগামী আরো ক’য়েক দিন বিতরণ করা হবে বলেও তিনি জানান।
সাভার
২৫.০৩.২০২০