সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিউজ হাঁট ডেস্ক :
সাভারের দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর কান্দাচর এলাকায় এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রায় ৫০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
সাভার
০৫.০১.২০২১