সাভারে অসহায় পরিবারের মাঝে নিত্য-প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন

    সাভারে অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয়   খাদ্যসামগ্রী বিতরণ করলেন  নম্বর ওয়ার্ড কাউন্সিলর                                                     নুরে আলম সিদ্দিকী নিউটন

 নিউজ হাঁট ডেস্ক :

করোনাভাইরাস মোকাবেলায় লক ডাউনের কারণে কর্মহীন ও বেকার হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন।

শনিবার ( ৪ এপ্রিল ২০২০)  বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ  সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আল সিদ্দিকী নিউটন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা যুবরাজ চৌধুরী সাভার থানা মুক্তিযোদ্ধা উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি ও নামাবাজার এলাকায় বসবাসরত কর্মহীন ও বেকার অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয়  ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময়  চাল, আলু, লবন, ডাল সহ  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট বাড়িবাড়ি গিয়ে এবং গলির মুখে নিরাপদ দুরত্বে দাড়িয়ে বিতরণ করা হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ জানান, করোনা মোকাবেলায় আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী অপরকে সহায়তা করা।সরকারী সহায়তার পাশাপাশি অসহায় পরিবারের সহায়তায় সমাজের স্বচ্ছল ব্যক্তিরা এগিয়ে আসলেই দরিদ্র ও অসহায়দের সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে।

করোনাভাইরাস থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই আমাদের সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। খুব জরুরী না হলে প্রত্যেককেই বাসায় অবস্থান করবার অনুরোধ জানান তিনি।

সাভার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে  বসবাসরতদের প্রত্যেকটি মানুষের মাঝে সচেতনতামূলক কাজ করছেন। তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে সর্তকতামূলক লিফলেট বিতরণ,পরিস্কার-পরিচ্ছন্নতায় জীবানু নাশক ওষুধ স্প্রে করবার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। বর্তমানে লক ডাউনের কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের জন্য নিজ অর্থায়নে ওয়ার্ডের ৭ শতাধিক পরিবাররের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী বিতরণ কাজ শুরু করেছেন বলেও জানান তিনি। করোনাভাইরাস মোকাবেলায় এসময়  সরকারী সকল নির্দেশনা মেলে চলবার পাশাপাশি সাভার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহীত সিধান্ত মেনে চলতে  ওয়ার্ডবাসীকে অনুরোধ জানান ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে অসহায় মানুষদের সহায়তায় পাশে আছেন বলেও জানান সাভার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন।

 

সাভার

০৪.০৪.২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *