সাভারে অনুষ্ঠিত হলো বেঙ্গল সিমেন্ট এর “ইঞ্জিনিয়ার’স টক”
নিউজ হাঁট ডেস্ক:
বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড বেঙ্গল সিমেন্ট কর্তৃক সাভার ও আশুলিয়া অঞ্চলের শতাধিক প্রকৌশলীদের নিয়ে অনুষ্ঠিত হলো “বেঙ্গল সিমেন্ট ইঞ্জিনিয়ার’স টক”।
বুধবার রাতে সাভারের জিলিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
সেমিনারে “কি নোট স্পিকার” হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট সেলস ও টেকনিক্যাল সাপোর্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট এর মহা ব্যাবস্থাপক প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-মহা ব্যবস্থাপক সেলস ওয়াহিদ-উন-নবী তুহিন।
এরপর বেঙ্গল সিমেন্ট এর উপর একটি কর্পোরেট ভিডিও প্রদর্শন করা হয়। যেখানে বেঙ্গল সিমেন্টের উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং অন্যান্য কারিগরি দিক প্রদর্শন ককরা হয়।
সেমিনারে প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া “Low Alkali Cement for Durable Structue” বিষয়ক সিমেন্ট এর দীর্ঘস্থায়ীত্বতার স্বচিত্র প্রতিবেদন প্রদর্শন করেন। যেখানে লো এ্যালকালি সিমেন্টের গুণগত মান, কংক্রিটের দীর্ঘস্থায়ীত্বতার স্বচিত্র তুলে ধরা হয়। উল্লেখ্য বেঙ্গল সিমেন্ট লো এ্যালকালি সিমেন্ট হিসেবে বাংলাদেশে সুনামের সহিত বিভিন্ন স্থাপনায় ব্যবহারিত হচ্ছে।
সেমিনারে সাভার পৌরসভা প্রকৌশলী,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রকৌশলী সহ শতাধিক প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় বেঙ্গল সিমেন্ট সম্পর্কে আমন্ত্রিত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া।
সেমিনারে উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী হোসাইন মোহাম্মদ মোক্তার, রিজিওনাল সেলস ম্যানেজার শরিফুল ইসলাম, সাভার ও আশুলিয়া টেরিটোরি সেলস ম্যানেজার ফারুক আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সাভার
১০.০৩.২০২২