রানা প্লাজার হতাহত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলেন
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব
নিউজ হাঁট ডেস্ক : করোনা পরিস্থিতিতে সাভারে রানা প্লাজা ধবসে আহত, পঙ্গু, আর্থিক অস্বচ্ছল ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
শনিবার ( ২৩ মে ) দুপুরে সরকারি সাভার কলেজ মাঠে মঞ্জুরুল আলম রাজীব রানা প্লাজা ধবসের শতাধিক আহত, পঙ্গু, আর্থিক অস্বচ্ছল ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই , নুডুলস, পোলাওয়ের চাল, তৈল, চিনি সহ বিভিন্ন রকম খাবার সামগ্রী ভর্তি প্যাকেট তুলে দেন।
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, রানা প্লাজা ধবসে হতাহতদের পরিবার ও নিহতদের পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌছে দিতেই তাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হল।
ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা ,দপ্তর সম্পাদক টিপু সুলতান , অর্থ সম্পাদক নাসির আলী মাহবুবু সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
বিষন্ন রাশেদা চোখে মুখে হাসি, ঈদ উপহার পেয়ে চোখে মুখে হাসি দোলা দিচ্ছে রানা প্লাজার আহত পঙ্গু শ্রমিক রাশেদার । আলাপকালে জানা গেল, রানা প্লাজা ধ্বসে আহত হয়ে এক পা হারান রাশেদা। পা হারানো সাথে সাথে ধীরে ধীরে হারিয়ে যায় রাশেদার পরিবারের স্বচ্ছলতার পথ। পরিবারের উপার্জনক্ষম একমাত্র বারো বছর বয়সী ছেলেও বর্তমানে করোনা পরিস্থিতিতে বেকার হয়ে ঘরে বসে আছে । ১দিন পর ঈদ, ঘরে খাবার নেই । বেশ হতাশয় ছিলেন রাশেদা। তবে চেয়ারম্যানের সহায়তায় ঈদের সেমাই , নুডুস ,গুড়া দুধ,পোলায়ের চাল, তৈল, চিনিসহ ঈদ সামগ্রী পেয়েছেন আজ । সে কারণেই রাশেদার চোখে হাসি দোলা দিচ্ছিলো। উপজেলা চেয়ারম্যান রাজীর এর দেয়া উপহার সামগ্রীই ছিলো সে হাসির রহস্য । শুধু রাশেদা নয় । রানা প্লাজা ধবসে অসহায় হয়ে পড়া মনিকা, আমেনা রাইসা ,কহিনূর, নুপুর, ফিরোজা, সোনিয়ার মতো শতাধিক পরিবার ঈদের খাবার সামগ্রী উপহার পেয়েছেন আজ। উপহার নয়, এ যেন ঈদের আনন্দ তাদের হাতে তুলে দিলো সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তেমন কথাই জানা গেল আলাপকালে।
সাভার
২৩.০৫.২০২০