মুজিববর্ষ উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধন করলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসুচী-২০২০ এর উদ্ভোধন করলেন উপজেলা চেয়ারম্যান রাজীব

নিউজ হাঁট ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচী- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এবারের বৃক্ষ রোপন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রত্যেকের হাতে ৩টি করে বনজ, ফলজ ও ওষুধী বৃক্ষ তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের স্ব স্ব ইউনিয়নে সবুজের সমারোহ বাড়িয়ে তুলতে বৃক্ষরোপনে সাধারণ জনগনকে সম্পৃক্ত করবার কথা বলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় জনপ্রতি ৩টি করে বনজ,ফলজ ও ওষুধী বৃক্ষ রোপনের কথা বলেন তিনি।

এর আগে সাভার উপজেলা অডিটোরিয়ামে বৃক্ষ রোপন কর্মসূচীকে সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরগণ উপস্থিত ছিলেন।

সাভার
২৫-০৭-২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *