ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে সাভারে  ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে সাভারে মানব বন্ধন 

নিউজ হাঁট ডেস্ক :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।রবিবার (২৯ নভেম্বর) সকালে  ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে এই মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশে এই কর্মসূচি পালন করে তারা।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিভিন্ন ধরণের অপপ্রচার দ্বারা দেশে সাম্প্রদায়িক স্থিতিশীলতা বিনষ্ট করবার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পৃথিবীর অনেক মুসলিম প্রধান দেশগুলোতে জাতীয় নেতৃবৃন্দের শ্রদ্ধাভরে স্মরণের জন্য তাদের ম্যুরাল স্মৃতি হিসেবে সংরক্ষণ করেছে। আমাদের জাতির পিতার ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর এ রকম অপচেষ্টা যা অপমানজনক তার প্রতিবাদের আমাদের আজকের এই মানব বন্ধন।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে এ সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসাইন, সহ-সভাপতি রঞ্জিত সাহা, সহ-সভাপতি আব্দুর রউফ আরিফ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাপ্পী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ সহ ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

 

সাভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *