বিশ্ব সংগীত দিবসে নানা ভাষার গান শিল্পকলায়

সেই ১৯৮২ সালের ২১ জুন বিশ্ব সংগীত দিবসের প্রবর্তন ফ্রান্সে। ১৯৮৫ সালের ২১ জুন গোটা ইউরোপ এবং পরবর্তী সময়ে সেটা পুরো বিশ্বে মর্যাদা লাভ করে। বিশ্বের প্রায় ১১০টি দেশ উদযাপন করত দিবসটি। বাংলাদেশে কয়েক বছর ধরে ঘটা করে উদযাপন করা হয় এই দিবস। এবার ঢাকায় বড় পরিসরে দিনটি উদযাপন করা হবে। মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে দেখা গেল অনুষ্ঠান প্রস্তুতির মহাযজ্ঞ। শিল্পকলা একাডেমি সূত্র বলছে, এবার তাদের উদ্যোগে ‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হবে বিশ্ব সংগীত দিবসের আয়োজন, যেখানে দেশের ৪৫ জন শিল্পী শোনাবেন ১০ দেশের গান।

এবারের আয়োজনটি তত্ত্বাবধান করছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি জানান, দুদিন ধরে শতাধিক শিল্পী ও যন্ত্রীর সমন্বয়ে চলছে মহড়া চলছে। নেওয়া হচ্ছে শোভাযাত্রার প্রস্তুতি। ২১ জুন বিকেলের এই আয়োজনে দেশের প্রায় সব শিল্পীর উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। দিনাত জাহান জানান, এবারের আয়োজনে বাংলা ছাড়াও গাওয়া হবে হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ, জাপানিজ, চায়নিজ, নেপালি, আরবি ও রুশ ভাষার বিখ্যাত গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *