গত অর্থবছরের তুলনায় এবার জাতীয় বাজেটের পরিমাণ বেড়েছে। বাজেট ঘোষণার আগে সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিদের দাবি ছিল, সংস্কৃতি খাতে বরাদ্দ যেন বাড়ানো হয়। ঘোষণার পর দেখা গেল, সেটা না বেড়ে উল্টো কমেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বাজেটে বরাদ্দ কমেছে ৮ শতাংশ। এ নিয়ে হতাশ, ক্ষুব্ধ সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সংস্কৃতিকর্মীরা। আজ শনিবার বিকেল পাঁচটায় দেশব্যাপী প্রতিবাদ সভা ডেকেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ঢাকা মহানগরে শিল্পকলা একাডেমির প্রবেশপথের মুখে বসবে এ সভা। একই সময়ে সারা দেশে প্রতিবাদ সভা করবে ফেডারেশনের সব শাখা। এ নিয়ে আজ সকালে সংবাদ সম্মেলন ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে নিজেদের ক্ষোভ প্রকাশ করবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।