বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাভারে শীত বস্ত্র ও শিশু খাদ্য বিতরণ করলেন  যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাভারে শীত বস্ত্র ও শিশু খাদ্য বিতরণ করলেন  যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নিউজ হাঁট ডেস্ক : 

আসন্ন সিটি কর্পোরেশনে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নির্বাচনে হেরে যাবে। আর তাই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি এখন ইভিএমকে নিয়ে বিশদগার করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজেবাজে বক্তব্যে দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে।

সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও শিশুদের মাঝে খাবার বিরতণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন, বিএনপি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে অথচ অতীতের নির্বাচনে ইভিএম এ তারা জয়লাভ করছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না তাই নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করছে। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন চায়। সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ সকল ধরনের সাহায্য করবে নির্বাচন কমিশনকে।                                                                                                  দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সহ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়, ঢাকা জেলা পরিষদ প্রশাসক চেয়ারম্যান মাহবুবুর রহমান, ধামরাই সংসদ সদস্য বেনজীর আহমেদ, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর, সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, ধামরাই পৌর মেয়র আলহাজ¦ কবির মোল্লা, ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *