বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

 বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

নিউজ হাঁট ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) ছানিয়া আক্তার।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাগাট এলাকায় এলজিএসপি-৩ এর অর্থায়নে এই বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন তিনি।

এসময় বিভিন্ন ধরনের ৩’হাজার ৫’শত বনজ, ফলজ ও ওষুধী বৃক্ষ রোপন করা হয় এবং ১৫০ জন কৃষকের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করেন আয়োজকরা।

                                              

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ফখরুল আলম সমর এর সভাপতিত্বে অনুষ্ঠিত  বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) ছানিয়া আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ পৌছে দিতে এমন আয়োজন বলে জানান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ফখরুল আলম সমর।

 

সাভার

২৮.০৭.২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *