সাভারের গৃহহীন অসহায় সালমা পেল গৃহ নির্মাণের অর্থ
নিউজ হাঁট ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গৃহায়ন প্রকল্প থেকে গৃহ নির্মাণের জন্য অর্থ সহায়তা দেয়া হয়েছে গৃহহীন অসহায় সালমাকে।
রবিবার ( ৮ নভেম্বর ২০২০) সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব নিজ হাতে নগদ অর্থ সহায়তার সর্বশেষ কিস্তি তুলে দেন সালমার হাতে।
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের ধারা বাস্তবায়নের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গৃহায়ন প্রকল্প থেকে অসহায় গৃহহীনদের গৃহ নির্মাণে অর্থ সহায়তা প্রদান করে থাকেন।সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে উপস্থিত সাভারের বিরুলিয়া ইউনিয়ন এর কালিয়াকৈর গ্রামের গৃহহীন অসহায় সালমার হাতে সেই প্রকল্পের অর্থই তুলে দেন উপজেলা চেয়ারম্যান।
অসহায় সালমার চোখে মুখে হাসি, আজ ভীষন খুশি সালমা, কেননা টাকাটা দিয়ে তিনি তার ঘরের নির্মান কাজ শেষ করবেন। এবারের শীতে তাকে আর কষ্ট পেতে হবে না,আরাম করে নিজের ঘরে ঘুমাতে পারবেন সালমা। আর তাই সালমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর নির্মানের অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।
সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলার গৃহহীন অসহায় প্রত্যেককেই ঘর করবার অর্থ পর্যায়ক্রমে প্রদান করা হবে।
সাভার
০৮.১১.২০২০