ধামরাই পৌর নির্বাচনে আবারও নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র গোলাম কবির
নিউজ হাঁট ডেস্ক :
ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র গোলাম কবির মোল্লা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা।
পৌর মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবি আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক উপসচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ।
বর্তমান মেয়র গোলাম কবির বলেন, আমার উপর আবারো আস্থা রেখে নৌকা প্রতীক প্রদান করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মুখ উজ্জল করে ইনশাআল্লাহ আমি নৌকার যোগ্য মাঝি হবার যোগ্যতা প্রমানে সফল হবো। দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে ভিশন ২০২১, ২০৪১ বাস্তবায়নে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য ।
আগামী ২৮ ডিসেম্বর দেশের গুরুত্বপূর্ণ ২৫টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ধামরাই পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাভার