ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হককে বদলি করা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়
নিউজ হাঁট ডেস্ক :
ধামরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হককে অবশেষে বদলি করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
বিষয়টি বুধবার দুপুরে ( ৩০ জুন) নিশ্চিত করা হয়েছে। আদেশে মোহাম্মদ সামিউল হককে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নতুন করে পদায়ন করা হয়েছে।
এছাড়া ধামরাই উপজেলায় নতুন ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন হোসাইন মোহাম্মদ হাই জকি।
এর আগে, করোনাভাইরাস দুর্যোগে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের কাছ থেকে প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নূর রিফফাত আরা। এ কারণে স্বাস্থ্য সেবাদানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
এছাড়া বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে সরকারি চিঠি পাঠিয়ে অনুদানের নামে চাঁদা উত্তোলনেরও অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে।
সাভার
৩০.০৬.২০২১