মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪১জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৯ জন মনোনয়ন পত্র্র জমা দিলেন ধামরাইয়ে
নিউজ হাঁট ডেস্ক :
ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও বিএনপির প্রার্থী দেওয়ান নাজিমউদ্দীন মঞ্জু, বিএনপির বিদ্রৌহী প্রার্থী আতিকুর রহমান আতিক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের শৈকত আলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার ( ১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার (সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা ) মোঃ মনির হোসাইন খান এর নিকট এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা , উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেয়াসমিন মুক্তা প্রমুখ।
এর আগে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট আটজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তার মধ্যে মেয়র পদে মনোনায়ন পত্র জমা দেন ০৪জন । এছাড়া কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দেন ৪১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ০৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং ০৯ জনই জমা দেন।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসার (সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা ) মোঃ মনির হোসাইন খান এর নিকট এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৪২ হাজার ৬৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ হাজার ৫৭৯ জন মহিলা ভোটার ২২ হাজার ৬৫ জন। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ ডিসেম্বর।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ধামরাই পৌরসভা নির্বাচন ।
সাভার
০১.১২.২০২০