ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান,
৫ ইট ভাটাকে ৬০ লক্ষ টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা ।।
নিউজ হাঁট ডেস্ক :
ধামরাইয়ে পরিবেশ দূষণ ও টপ সয়েল ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগে ৫টি ইটভাটা বন্ধ ঘোষণা ও ৬০ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) সকাল হতে ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় হালিমা ব্রিকস (এমএইচবি), সান ব্রিকস , ইউএসএ ব্রিকস, আজিজ এন্ড সন ব্রিকস, ডাউটিয়া ব্রিকস (এমডিসি) এই ৫টিতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, সাধারণত বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের দেড় কিলোমিটারের মধ্যে কোন ইটভাটা থাকার কথা নয়। তারপরও এসব পরিবেশ দূষণ ও টপ সয়েল ব্যবহারসহ এসব অনিয়মের অভিযোগে ডাউটিয়া এলাকার ৫টি ইটভাটা চালু ছিল। আজ সকাল থেকে তারা এই পাঁচ ইটভাটাকে পৃথক ১২ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করেছেন। একই সাথে এসব ইট ভাটা গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে এ সময় পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত দুদিন আগে ঢাকার আশেপাশে সকল প্রকার অবৈধ ইটভাটা ভাঙ্গার নির্দেশ দেন হাইকোর্ট।
সাভার
২৮.১১.১৯