ধামরাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।।
নিউজ হাঁট ডেস্ক :
ধামরাইয়ে ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে স্থানীয় সাংসদ বেনজীর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ করেন।
এ সময় প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০১৯-২০ গ্রীষ্মকালীন মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ কেজি করে সরিষার বীজ, ২ কেজি করে ভূট্টার বীজ ১৪৫০ জন কৃষককে দেওয়া হয়। এছাড়াও ২০০০ জন কৃষকের মাঝে ২০কেজি করে সাদা সার ও ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা সহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও ১৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সাভার
১৮.১১.১৯