জাতীয় শোক দিবস  উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস  উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন

(বিসিক) এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ হাঁট ডেস্ক :

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে শাহাদৎ বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ আগস্ট ২০২১) সকালে বিসিক সম্মেলন কক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিসিক মসজিদের ইমাম হাফেজ মাওলানা লোকমান হোসেন।

শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে  এসময়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি। আলোচনা সভা সভাপতিত্ব করেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মোঃ ফারুক, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক সচিব মোঃ মফিদুল ইসলাম, বিসিক মহাব্যবস্থাপক , অধ্যক্ষ , স্কিটি ও বিসিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রকৌশলী শফিকুল আলম, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, উপমহাব্যবস্থাপক (এমআইএস) গুলশান আরা বেগম,  প্রধান নকশাবিদ জেসমিন নাহার, উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মোহাম্মদ রাশেদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (সাব-কন্ট্রাক্টিং সেল) ও আইসিটি সেল প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি. এম. রব্বানী তালুকদার, উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন ও সম্প্রসারণ) সরোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা) ও মহা-সম্পাদক, বিসিক কর্মকর্তা সমিতি, প্রকৌশলী নাসরীন রহিম, উপ-মহাব্যবস্থাপক (মনিটরিং সেল) মোঃ এমদাদুল হক, উপ-মহাব্যবস্থাপক(প্রকল্প) মিজানুর রহমান পাটোয়ারী, উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন শাখা) রতন কুমার আইচ সরকার,  বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন, ব্যবস্থাপক (কর্মীব্যবস্থাপনা) ও উপ-সচিব (বোর্ড) স্নিগ্ধা রায়, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নজির আহম্মেদ ভূইয়া, সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিনসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিসিক প্রধান কার্যালয়, ৬৪ টি জেলা কার্যালয়, ১ টি প্রশিক্ষণ ইন্সটিটিউট, ১৫ টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং  ৭৬টি শিল্পনগরী কার্যালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আলোচনা সভার আয়োজন, মাসব্যাপি প্রতিদিন বিসিকের সকল মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন,  বিসিক শিল্পনগরীসমূহ স্থাপিত বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে আলোচনা করে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা, বিসিক জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা,   মুজিব জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিকের সকল শিল্পনগরীতে কমপক্ষে ২০০ গাছের চারা রোপণ করা , বিসিকের মনোগ্রাম সম্বলিত মাস্ক তৈরি  ও বিতরণ, কালো ব্যাজ ধারণ, ডেঙ্গু প্রতিরোধে সকল কার্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা (শিল্পনগরীর ড্রেন পরিস্কার রাখা এবং ড্রেনে পানি প্রবাহ বজায় রাখাসহ ) , বিসিকের সকল জেলা কার্যালয়ে গ্রুপ গঠন করে কম পক্ষে ১০ জন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা, বিসিক প্রধান কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন।

 

সাভার

১৬.০৮.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *