সাভারে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট- ২০২০ এর শুভ উদ্বোধন
নিউজ হাঁট ডেস্ক :
“খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানকে সামনে রেখে সাভারের হেমায়েতপুরে শুরু হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট-২০২০।
মঙ্গলবার ( ১০ নভেম্বর ২০২০) সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরকে সাথে নিয়ে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট- ২০২০ এর শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় সাভার মডেল থানা অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ট্যানারী পুলিশ ফাড়ির পুলিশ ইন্সপেক্টর জাহিদুল ইসলাম,ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ সহ স্থানীয় ফুটপ্রেমী যুব, কিশোর ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুটবল খেলা উপভোগ করেন।
মাদক ছেড়ে যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে মাঠে ফিরিয়ে আনবার জন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানান ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন ।
সাভার
১১.১১.২০২০