ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশন ৫’শতাধিক পরিবারে বিতরণ করলেন খাদ্যসামগ্রী ও ঈদ উপহার
নিউজ হাঁট ডেস্ক :
করোনা পরিস্থিতি মোকাবেলায় ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হিজড়া, বেদে, গ্রাম পুলিশ সহ মসজিদের ইমাম ও কর্মহীন ৫’ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার)।
শনিবার (২৩ মে) দুপুরে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদ।বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে ধামরাই পৌরসভা মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মোয়াদ্দেস হোসেন, সাভার মডেল থানা অফিসার ইন-চার্জ এএফএম সায়েদ, আশুলিয়া থানার অফিসার ইন-চার্জ রিজাউল হক দিপু, ধামরাই মডেল থানা অফিসার ইন-চার্জ দীপক চন্দ্র সাহা ও ঢাকা জেলা উত্তর ডিবি ওসি আবুল বাসার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
সাভার
২৩.০৫.২০২০